Breaking
7 Dec 2025, Sun

ধুবুলিয়া থানার উদ্যোগে অনুষ্ঠিত হল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫

Advertisement

স্টিং নিউজ: ধুবুলিয়া থানার উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫। ধুবুলিয়া থানা সংলগ্ন ফুটবল মাঠেই এদিনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই ক্রীড়া প্রতিযোগিতা চলবে ৭ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত। কৃষ্ণনগর পুলিশ জেলার অন্তর্গত ধুবুলিয়া থানা ও নাকাশিপাড়া থানার মধ্যে অনুষ্ঠিত ফুটবল প্রতিযোগিতায় দুর্দান্ত খেলায় চ্যাম্পিয়ন হয় ধুবুলিয়া থানা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসপি (ডি অ্যান্ড টি) দেবাশিষ চট্টোরাজ, ধুবুলিয়া থানার ওসি মহম্মদ ইলিয়াসসহ একাধিক পুলিশ আধিকারিক। এদিন দৌড় প্রতিযোগিতাতেও অংশ নেন পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়ার্সরা।

থানা সূত্রের খবর, ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ভলিবল ম্যাচ ও ৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ক্রিকেট ম্যাচ।

স্থানীয় মানুষের উপস্থিতি ও উৎসাহে পুরো ক্রীড়া প্রতিযোগিতা প্রাণবন্ত হয়ে ওঠে।

Advertisement
Advertisement
Advertisement
Developed by