Breaking
22 Dec 2025, Mon

নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেই মুর্শিদাবাদে তৃণমূলকে জিরো করার ঘোষণা হুমায়ুন কবীরের

Advertisement

কঙ্কনা বণিক, স্টিং নিউজ: রবিবার মুর্শিদাবাদের বেলডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে নতুন রাজনৈতিক দলের প্রতিষ্ঠা করলেন তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবীর। দলের নাম জনতা উন্নয়ন পার্টি। নতুন পার্টির পতাকা ও প্রতীক চিহ্নেরও আনুষ্ঠানিক ঘোষণা করা হল বেলডাঙ্গার সভাস্থল থেকে। দলের পতাকায় রয়েছে তিনটি রং— হলুদ, সবুজ এবং সাদা। এরই সঙ্গে প্রকাশিত হল পার্টির ইস্তাহার। সভামঞ্চে উঠলো মুর্শিদাবাদের নতুন নবাব হুমায়ুন কবীর জিন্দাবাদ থেকে ফিলিস্তিন জিন্দাবাদের স্লোগান।

আজ মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, মেয়র ফিরহাদ হাকিম, অভিষেক ব্যানার্জি কাউকে রেয়াত করলেন না হুমায়ুন কবীর। তিনি আজকের বক্তব্য শুরুই করলেন মেয়র ফিরাদ হাকিমকে ‘ক্রস মুসলিম’ বলে কটাক্ষ করে। এমনকি ঈদের ময়দানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হিজাব পড়ে ভাষণ দিতে যাওয়াকেও সমালোচনা করেন তিনি। এছাড়াও শিশির অধিকারীর নাম তুলে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে।

তৃণমূলের অন্যায়, অত্যাচার, তোলাবাজি, ওয়াকফ আইন নিয়ে সরকারের দ্বিচারিতার বিরুদ্ধে জোরকদমে জনতা উন্নয়ন পার্টি লড়াই চালাবে বলে দাবি হুমায়ূন কবীরের। নিজের দলকে সেক্যুলার অর্থাৎ ধর্মনিরপেক্ষ বলে দাবি করে রীতিমত চমক লাগিয়ে দিলেন তিনি। এরই সঙ্গে মুসলিম ভোটের ওপর ভর করে ভোটের অংকে তৃণমূলকে তার পার্টি টেক্কা দেবে বলে দাবি করতে ছাড়লেন না কবীর।

তৃণমূলের প্রাক্তন বিধায়ক হুমায়ুন, নিজে মুর্শিদাবাদের বেলডাঙা এবং ভরতপুর কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন। এরই সঙ্গে মুর্শিদাবাদ, কলকাতা, দক্ষিণ ২৪পরগনা সমেত বেশ কিছু কেন্দ্রের প্রার্থীও ঘোষণা করা হল সভাস্থল থেকে। খড়্গপুর গ্রামীণ, বৈষ্ণবনগর, মুর্শিদাবাদ, ভগবানগোলা, রানিনগর, হরিরামপুর কেন্দ্রের প্রার্থীদের নাম নিশ্চিত হল আজ।

তবে, বিধানসভার মোট ২৯৪টা আসনের মধ্যে কতগুলো আসনে প্রার্থী দিতে পারবেন, তা স্পষ্ট করলেন না তিনি।

পাশাপাশি, এদিন মঞ্চ থেকে হুমায়ুন জানিয়ে দেন আগামী জানুয়ারি মাসে ব্রিগেডে সভা করবেন তিনি। হুমায়ূনের নতুন রাজনৈতিক দল বাংলার রাজনীতির সমীকরণ কতটা বদলাতে পারে, সেটাই এখন চর্চার বিষয় রাজনৈতিক মহলে।

Advertisement
Advertisement
Advertisement
Developed by