Breaking
11 May 2025, Sun

ইউটিউবার কিরণ দত্তের মানবিক মুখ, এগিয়ে এলেন দুঃস্থদের সাহায্যে

Advertisement

স্টিং নিউজ সার্ভিস:

নদিয়ার ধুবুলিয়ার সাথী ক্লাবের কালীপুজোর বস্ত্র বিতরণ অনুষ্ঠানের মতো এক মানবিক উদ্যোগে অংশ নিলেন জনপ্রিয় ইউটিউবার কিরণ দত্ত, যিনি ‘বংগাই’ নামেই বেশি পরিচিত। বৃহস্পতিবার সাথী ক্লাব আয়োজিত অনুষ্ঠানে দু:স্থ মহিলাদের জন্য বস্ত্র বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কিরণ ও তাঁর মা। এদিন শতাধিক দু:স্থ মহিলাদের মধ্যে নতুন শাড়ি বিতরণ করা হয়।

জানা গেছে, নিজের ইউটিউব আয়ের একটি অংশ থেকে তিনি সাথী ক্লাবের মাধ্যমে এই এলাকার দু:স্থ মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। অনুষ্ঠানে কিরণ নিজে ও তাঁর মা দু:স্থদের হাতে শাড়ি তুলে দেন।
অনেকের মতে, সবার সামনে একজন সমাজসেবী হিসেবে নিজের দায়িত্ব পালন করে কিরণ দেখালেন, তিনি কেবল একজন ইউটিউবার নন, বরং এক মানবদরদীও বটে।

স্টিং নিউজের সাথে আলাপকালে কিরণ জানান, করোনাকালে তিনি লকডাউনে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছিলেন এবং মালদা, ত্রিপুরা সহ বিভিন্ন অঞ্চলের বন্যা কবলিত মানুষদেরও আর্থিক সাহায্য করেছেন। নিজের মানবিকতার শিক্ষা পেয়েছেন মায়ের কাছ থেকে, আর সেজন্যই নিজ জন্মভূমি ধুবুলিয়ায় মায়ের সঙ্গে এসে শাড়ি বিতরণে অংশ নিয়েছেন।
ধুবুলিয়াবাসীরা বলছেন, সাথী ক্লাবের এই মহতী উদ্যোগে অংশ নিয়ে কিরণ দেখিয়ে দিলেন, তার জনপ্রিয়তার সাথে সাথে আছে এক মানবিক সত্ত্বা যা তাকে সমাজের জন্য কাজ করতে উদ্বুদ্ধ করে।
এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে স্থানীয় মানুষজন এবং কিরণের অনুরাগীদের মধ্যে বিশেষ উৎসাহ দেখা যায়। কিরণ ও তার মাকে কাছে পেয়ে অনেকেই তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানটি শুধুমাত্র বস্ত্র বিতরণে সীমাবদ্ধ ছিল না, বরং কিরণের মতো একজন জনপ্রিয় ব্যক্তিত্বের উপস্থিতি গোটা এলাকাকে গর্বিত করে।

কিরণ জানান, নিজের মা-কে পাশে নিয়ে সমাজের জন্য কিছু করতে পারা তাঁর কাছে অত্যন্ত গর্বের। “আমার মা সব সময় শিখিয়েছেন, মানুষের পাশে দাঁড়ানোর মধ্যে একটা বড় আনন্দ আছে। আমি চেষ্টা করি এই শিক্ষা নিজের জীবনে পালন করতে,” বলেন কিরণ।
এই বিশেষ উদ্যোগে অংশগ্রহণ করতে পেরে কিরণও খুবই খুশি। তিনি বলেন, “মানুষের ভালোবাসাই আমাকে অনুপ্রাণিত করে। মানুষ ভালোবেসে আমার ভিডিও দেখে। এই ভালোবাসার কারণে আমি ভবিষ্যতেও সমাজের জন্য কিছু করার চেষ্টা করব।” অনুষ্ঠানের শেষে কিরণ ও তার মা দু’জনেই সবার সাথে হাসিমুখে কথা বলেন এবং অনুষ্ঠান শেষে কিরণের সাথে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন অনুরাগীরা।

এই উদ্যোগের মাধ্যমে কিরণ দত্ত প্রমাণ করেছেন যে জনপ্রিয়তার চেয়ে বড় হলো মানুষের জন্য কিছু করার তাগিদ। তাঁর এই উদ্যোগ আগামীতে অনেককেই অনুপ্রাণিত করবে বলে স্থানীয়রা বিশ্বাস করেন।

Advertisement
Advertisement
Advertisement
Developed by