Breaking
9 May 2025, Fri

চাকদহ JRSET LAW কলেজে পালিত হল বসন্ত উৎসব

Advertisement

স্টিং নিউজ সার্ভিস: ১৩ মার্চ, বৃহস্পতিবার, নদিয়ার চাকদহের JRSET LAW কলেজে অনুষ্ঠিত হল বসন্ত উৎসব। এই বিশেষ দিনে কলেজ প্রাঙ্গণ আনন্দ, উচ্ছ্বাস ও রঙের ছটায় ভরে ওঠে। অসংখ্য ছাত্র-ছাত্রী উৎসবের আনন্দে সামিল হন এবং উৎসবকে সার্থক করে তোলেন।

বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর একে একে মঞ্চে উঠে কলেজের ছাত্র-ছাত্রীরা তাঁদের নৃত্য, গান, আবৃত্তি এবং বক্তৃতার মাধ্যমে বসন্ত উৎসবকে এক অন্য মাত্রা দেন। তাঁদের মনোমুগ্ধকর পরিবেশনা সকলের দৃষ্টি আকর্ষণ করে এবং অনুষ্ঠানে প্রাণের সঞ্চার করে। শুধু ছাত্র-ছাত্রীরাই নন, কলেজের শিক্ষক-শিক্ষিকারাই উৎসবে অংশগ্রহণ করেন, যা এই আয়োজনে সম্প্রীতির এক অনন্য আবহ তৈরি করে।

উৎসবের আরেকটি বিশেষ আকর্ষণ ছিল কলেজে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বিজয়ী (উইনার্স) ও রানার্সআপ দলকে এদিন ট্রফি ও সার্টিফিকেট প্রদান করা হয়, যা তাদের কঠোর পরিশ্রম ও সাফল্যের স্বীকৃতি।

বসন্তের রঙে সেজে ওঠে গোটা কলেজ চত্বর। একে অপরকে আবিরের রঙে রাঙিয়ে সকলেই বসন্তের আনন্দ ভাগ করে নেন। চারপাশে রঙের বর্ণচ্ছটা, হাসি-আনন্দ ও সুরের মাধুর্যে কলেজ প্রাঙ্গণ এক উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। কলেজ কর্তৃপক্ষের সুপরিকল্পিত আয়োজন এবং সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে বসন্ত উৎসব এক স্মরণীয় দিনে পরিণত হয়।

Advertisement
Advertisement
Advertisement
Developed by