
অর্ণব মজুমদার, স্টিং নিউজ, নদিয়া: দীর্ঘ আট থেকে নয় মাস ধরে বেতন না পেয়ে চরম আর্থিক সঙ্কটে পড়েছেন সরকারি হাসপাতালগুলোর চুক্তিভিত্তিক নিরাপত্তা রক্ষীরা। দায়িত্ব পালন করেও পারিশ্রমিক না পাওয়ার প্রতিবাদে মঙ্গলবার নদিয়ার কৃষ্ণনগরে জেলা স্বাস্থ্য আধিকারিকের (CMOH) দপ্তরের সামনে বিক্ষোভে সামিল হলেন কৃষ্ণনগর জেলা হাসপাতালসহ একাধিক সরকারি হাসপাতালের নিরাপত্তা কর্মীরা।
নিরাপত্তা রক্ষীদের অভিযোগ, টানা ৮–৯ মাস ধরে বিনা বেতনে তাঁদের কাজ করতে বাধ্য করা হচ্ছে। নিয়মিত দায়িত্ব পালন করেও মাসিক বেতন থেকে বঞ্চিত হচ্ছেন তাঁরা। এই বিষয়ে হাসপাতাল সুপার থেকে শুরু করে জেলা স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে বহুবার আবেদন জানিয়েও মেলেনি কোনও সমাধান।
বিক্ষোভকারীরা জানান, এর আগে জেলা স্বাস্থ্য আধিকারিক তাঁদের দাবি বিবেচনা করে নির্দিষ্ট সময়ের মধ্যে বেতন চালু করা হবে বলে আশ্বাস দিয়েছিলেন। কিন্তু বহু মাস কেটে গেলেও পরিস্থিতির বদল হয়নি। ফলে আজ বাধ্য হয়েই প্রতিবাদী প্ল্যাকার্ড নিয়ে CMOH দপ্তরের সামনে বসতে হয়েছে তাঁদের।
নিরাপত্তা রক্ষীদের দাবি—অবিলম্বে বকেয়া বেতন প্রদান এবং নিয়মিত মাসিক বেতন চালু করতে হবে। না হলে আন্দোলন আরও তীব্র হবে বলে তাঁরা ইঙ্গিত দিয়েছেন।





