Breaking
7 Dec 2025, Sun

SIR আবহে ফের অস্বস্তি — ড্রেন থেকে উদ্ধার একাধিক ভোটার কার্ড, চাঞ্চল্য নবদ্বীপে

Advertisement

অর্ণব মজুমদার, স্টিং নিউজ, নদিয়া:

নদিয়ার নবদ্বীপে প্রতাপনগর হাসপাতাল রোডের একটি পরিত্যক্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভোটার কার্ড উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। ঘটনাস্থলে পৌঁছে নবদ্বীপ থানার পুলিশ উদ্ধার হওয়া কার্ডগুলির সত্যতা যাচাই শুরু করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া কার্ডগুলির নাম–ঠিকানা এলাকার বহু বাসিন্দার সঙ্গে মিলে গেলেও সংশ্লিষ্ট ব্যক্তিরা দাবি করছেন, তাঁদের আসল ভোটার কার্ড ঘরেই রয়েছে। ফলে একই নামের নকল বা অতিরিক্ত ভোটার কার্ড কীভাবে রাস্তায় এল, তা নিয়ে উঠেছে গুরুতর প্রশ্ন।

ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানউতর।
বিজেপির অভিযোগ— SIR আবহে অনিয়মের আশঙ্কা আগেই তুলেছিল তারা, আর এই উদ্ধার সেই আশঙ্কারই প্রমাণ। তাঁদের দাবি, তৃণমূল ভড়কে গিয়ে কারচুপির পথে হাঁটছে।

তবে নবদ্বীপ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঝন্টুলাল দাস অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, “এতে তৃণমূলের কোনও ভূমিকা নেই, বরং এটি বিজেপির চক্রান্ত।” পাশাপাশি তিনি পুরো ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি করেছেন নির্বাচন কমিশনের কাছে।

শহরের ব্যস্ত হাসপাতাল রোডের মতো জায়গায় এমন সংবেদনশীল নথি ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ বাড়ছে। কে বা কারা এতগুলি ভোটার কার্ড ফেলে গেল, উদ্দেশ্যই বা কী— তা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে নবদ্বীপ থানার পুলিশ।

Advertisement
Advertisement
Advertisement
Developed by