Breaking
13 Feb 2025, Thu

থানারপাড়া এলাকায় ঘুরি বাড়ি বাড়ি প্রচারে প্রাথমিক শিক্ষকরা

Advertisement

মিলটন মণ্ডল, স্টিং নিউজ করেসপনডেন্ট, করিমপুর:

নদিয়ার থানারপড়ার ফাজিলনগরে বাড়ি বাড়ি গিয়ে প্রাথমিক পড়ুয়াদের জন্য রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের প্রচার করলো স্কুল শিক্ষকেরা। পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির করিমপুর নতুন চক্রের উদ্যোগে “চলুন মাস্টারমশাই ঘুরি বাড়ি বাড়ি”, শিরোনামের এই কর্ম সূচিতে প্রত্যেক ছাত্র-ছাত্রীদের বাড়ি বাড়ি গিয়ে পচিমবঙ্গ সরকারের জনমুখী উন্নয়নমূলক প্রকল্পের বিষয়ে জনসাধরনেকে সচেতন করলো প্রাথমিক শিক্ষকেরা।

পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির করিমপুর নতুন চক্রের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী মঞ্জুর আহমেদ জানিয়েছেন, জনসাধারণের মুখোমুখি হয়ে রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পের প্রচার করলাম আমরা শিক্ষকেরা। উন্নয়নমুলক প্রকল্পের কথা জনসাধরণের সম্মুখে তুলে ধরা হচ্ছে, তখন তারা বিভিন্ন প্রকল্পের বিষয়ে জানতে পেরে স্বভাবতই খুশি হচ্ছেন। আমাদের প্রাথমিক শিক্ষকদের সঙ্গে সঙ্গে করিমপুর দু’ই-নং ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি সৈয়দ মমিনূর রহমান এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

Advertisement
Advertisement
Developed by