Breaking
22 Jan 2025, Wed

ভ্যান চালকের ঝুলন্ত দেহ উদ্ধার নাকাশিপাড়ায়

Advertisement

নবেন্দু ভট্টাচার্য, স্টিং নিউজ করেসপনডেন্ট, নাকাশিপাড়া, নদিয়াঃ শনিবার সকালবেলা এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করলো নদিয়ার নাকাশিপাড়া থানার পুলিশ।

পুলিশ জানিয়েছে, মৃত ওই ব্যক্তির নাম দিলীপ দাস (৬০), বাড়ি নাকাশিপাড়ার পশ্চিম জগদানন্দপুরে। ওই ব্যক্তি পেশায় ভ্যান চালক।

সূত্রের খবর, এদিন সকাল বেলা কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে দিলীপ দাসের ঝুলন্ত দেহ দেখতে পান। মাঠের মধ্যে বাগানের একটি গাছের ডালে ঝুলছিল ওই ভ্যান চালকের দেহ।

খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে আসে স্থানীয় নাকাশিপাড়া থানা পুলিশ এবং দেহটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। দেহটিকে ময়না তদন্তে পাঠানোর জন্য প্রস্তুতি শুরু করেছে পুলিশ।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মানসিক অবসাদে আত্মঘাতী হয়েছেন ওই ব্যক্তি। তবে ঠিক কি কারণে এমন ঘটনা ঘটলো তার তদন্তে নেমেছে পুলিশ।

Advertisement
Advertisement
Developed by