Breaking
9 May 2025, Fri

রক্তদান শিবির ও অ্যাম্বুলেন্সের শুভ উদ্বোধন করলো ধুবুলিয়া কসমস ক্লাব

Advertisement

স্টিং নিউজ সার্ভিসঃ

রবিবার এক মহতী রক্তদান শিবিরের আয়োজন করলো নদিয়ার ধুবুলিয়ার কসমস ক্লাব। এদিন সকাল ১০টা থেকে ওই রক্তদান শিবির শুরু হয়। ক্লাবের সদস্য সহ এলাকার সচেতন মানুষজন ওই শিবিরে রক্তদান করেন।

ক্লাব সূত্রে খবর, এদিন মোট ৪৫ জন রক্তদান করেন ওই রক্তদান শিবিরে। তবে এলাকার বেশ কয়েকজন মহিলাও এদিন স্বেচ্ছায় রক্তদান করেন।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।

অন্যদিকে, এদিন একটি শীততাপ নিয়ন্ত্রিত অ্যাম্বুলেন্সের উদ্বোধন করা হয় ক্লাবের পক্ষ থেকে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। এদিন ক্লাব কর্তৃপক্ষের হাতে অ্যাম্বুলেন্সের চাবি তুলে দেওয়া হয়।

ক্লাব সূত্রে জানা গিয়েছে, এলাকার সাধারণ মানুষের স্বার্থে ধুবুলিয়ার দেবনাথ মার্বেলস -এর মালিক তারক দেবনাথ ওই অ্যাম্বুলেন্স দান করেছেন ক্লাবকে।

ক্লাবের এক কর্মকর্তা জানান, দেবনাথ মার্বেলস -এর মালিক তারক দেবনাথ বরাবরই একজন মানবদরদী মানুষ। তিনি সবসময় নিজেকে সামাজিক কর্মসূচিতে যুক্ত রাখতে ভালোবাসেন।

এদিন সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় ক্লাবের পক্ষ থেকে।

Advertisement
Advertisement
Advertisement
Developed by