Breaking
9 May 2025, Fri

অসংগঠিত শ্রমিকদের নগদ অর্থ দেওয়ার দাবী নিয়ে চিঠি দিলেন রাণাঘাট দক্ষিনের বিধায়ক রমা বিশ্বাস

Advertisement

অসংগঠিত শ্রমিকদের নগদ অর্থ দেওয়ার দাবী নিয়ে চিঠি দিলেন রাণাঘাট দক্ষিনের বিধায়ক রমা বিশ্বাস

স্টিং নিউজ সার্ভিসঃ রাজ্যের পরিযায়ী শ্রমিকরা বিভিন্ন রাজ্যে ঘরবন্দি। লক ডাহন পরিস্থিতিতে কাজ বন্ধ। হাতে টাকা না থাকার কারণে অনাহারে দিন কাটছে। বিভিন্ন রাজ্যে খাদ্যের দাবিতে মানুষ মারন ভাইরাসের ভয়কে উপেক্ষা করে পথে নামছে। লক ডাহন পরিস্থিতিতে অসংগঠিত শ্রমিকদের হাতে কিছু নগদ অর্থ প্রদান করার দাবী করলেন প্রাক্তন নদিয়া জেলা সভাধিপতি রমা বিশ্বাস।

তিনি জানান,মাননীয়া মুখ্যমন্ত্রী ২৪/০৩/২০২০ সাংবাদিক সম্মেলনে ঘোষনা করেন ‘প্রচেষ্টা’ স্কীমের মাধ্যমে অসংগঠিত শ্রমিকদের ১০০০ টাকা সহায়তা প্রদান করা হবে। আবেদনের সময়সীমা ধার্য করেন ১৫ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত।লক ডাহনের কারনে কেউ আবেদন করতে পারছে না।

রাজ্যের অসংগঠিত শ্রমিকদের টাকা যত দ্রুত পৌঁছে দেওয়ার আবেদন করেন। প্রচেষ্টা স্কীম অসংগঠিত শ্রমিকদের স্বার্থে অবিলম্বে চালু করার দাবিতে আজ লিখিতভাবে রাজ্যের মূখ্যমন্ত্রী, মূখ্যসচিব এবং শ্রমমন্ত্রীকে চিঠি দিলেন রাণাঘাট দক্ষিন বিধানসভা কেন্দ্রের বিধায়ক রমা বিশ্বাস।

Advertisement
Advertisement
Advertisement
Developed by