স্টিং নিউজ সার্ভিস: বিশিষ্ট শিল্পপতি রতন টাটা মুম্বাইয়ের একটি হাসপাতালে বুধবার রাতে প্রয়াত হলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। বয়সজনিত সমস্যার কারণে তিনি সম্প্রতি মুম্বাইয়ের হাসপাতালে ভর্তি ছিলেন।
কিছুদিন আগেই রতন টাটার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছিল, তবে সোমবার তিনি একটি বিবৃতি দিয়ে সেই দাবি নাকচ করেন। সমাজমাধ্যমে তিনি জানিয়েছিলেন, নিয়মমাফিক স্বাস্থ্যপরীক্ষার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। তার বক্তব্য ছিল, “সম্প্রতি আমার স্বাস্থ্য নিয়ে নানা জল্পনা শোনা যাচ্ছে। আমি সুস্থ আছি এবং কোনো উদ্বেগের কারণ নেই। জনসাধারণ এবং সংবাদমাধ্যমকে অনুরোধ করছি ভুয়ো খবর ছড়াবেন না।”
তবে, বুধবার রাতে তাঁর মৃত্যু সংবাদে শোকের ছায়া নেমে এসেছে দেশে।