Breaking
13 Jul 2025, Sun

কল্যাণী বিশ্ববিদ্যালয়ে সুনীতিকুমার স্মারক বক্তৃতা

Advertisement

স্টিং নিউজ সার্ভিস: ভাষাচার্যের জন্মদিনকে সামনে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে শুরু হল সুনীতিকুমার স্মারক বক্তৃতা। “সুনীতিকুমার জাতীয় অধ্যাপক ও ভাষা বিশেষজ্ঞ। তাঁরই জন্মদিনে তাঁকে নিয়ে যে স্মারক সূচনা হল সেটি নিশ্চিতরূপে অভিনব। বাংলা ভাষা ও সংস্কৃতিচর্চার ক্ষেত্রে এই বক্তৃতা সিরিজ গবেষকদের সমৃদ্ধ করবে।” প্রদীপ জ্বালিয়ে আলোচনাসভার উদ্বোধন করে বিশ্ববিদ্যালয়ের কলা ও বাণিজ্য অনুষদের অধ্যক্ষ অধ্যাপক পার্থসারথি দে এমনই জানালেন।


বাংলা ভাষাতত্ত্ব বিশেষজ্ঞ অধ্যাপক সুখেন বিশ্বাস জানালেন, “রবীন্দ্রনাথের একাধিক লেখায় সুনীতিকুমারের প্রসঙ্গ আছে। সুনীতিকুমারই ও.ডি.বি.এল গ্রন্থে দেখিয়েছেন, বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ কিন্তু কথ্য রূপে সেটি আরও প্রাচীন। বাংলা ভাষা গবেষণায় তাঁর অবদানকে স্মরণে রেখেই বিভাগে স্মারক বক্তৃতার সূচনা হল।”

সম্প্রতি বাংলা ভাষা ধ্রুপদী তকমা পাওয়ায় স্মারক বক্তৃতার বিষয় ছিল ‘বাংলা ভাষায় ধ্রুপদীয়ানা’। মূল বক্তা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের সেক্রেটারি স্বামী শাস্ত্রজ্ঞানন্দ মহারাজ। তিনি জানালেন, “বাংলা সাহিত্যের প্রাচীনত্ব এবং এর যে অনন্য ঐতিহ্য, তার জন্যে এই ভাষা ধ্রুপদী ভাষার মর্যাদা পেয়েছে। এতে আমরা সকলেই আনন্দিত এবং ভাবীকালের ছাত্রছাত্রীদের এই গৌরব নিশ্চয়ই প্রাণিত করবে।”

প্রায় চারশো ছাত্রছাত্রী ও গবেষকের উপস্থিতিতে আজকের সভায় উপস্থিত ছিলেন সাবিত্রী নন্দ চক্রবর্তী, প্রবীর প্রামাণিক, সঞ্জিৎ মণ্ডল, শ্যামশ্রী বিশ্বাস সেনগুপ্ত, তুষার পটুয়া, পীযূষ পোদ্দার, সীমা সরকার প্রমুখ।

Advertisement
Advertisement
Advertisement
Developed by