Breaking
22 Jan 2025, Wed

ধুবুলিয়ার ঘাটেশ্বর নাট্য সংঘের ৯১তম বার্ষিক উৎসব (১০-১২ জানুয়ারি)

Advertisement

স্টিং নিউজ সার্ভিস: অনুষ্ঠিত হতে চলেছে ধুবুলিয়ার ঘাটেশ্বর নাট্য সংঘের ৯১তম বার্ষিক উৎসব। উৎসব শুরু হবে ১০ জানুয়ারি থেকে, চলবে ১২ জানুয়ারি পর্যন্ত। এ উপলক্ষ্যে রক্তদান শিবির, নাটক, সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলা ও বিভিন্ন প্রতিযগিতামূলক অনুষথানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস।

তবে এবারে একটু বাড়তি আকর্ষন থাকছে। এবছর সৌরভ গাঙ্গুলির দাদাগিরি স্টাইলে থাকছে ক্যুইজের অনুষ্ঠান। নাম দেওয়া হয়েছে ঘাটেশ্বরের দাদাগিরি। ক্যুইজ পরিচালনা করবেন নেকি-ঘাটেশ্বর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাহুল সরকার। বাউল গান থেকে শুরু করে বিচিত্রা অনুষ্ঠান সবকিছুই থাকছে এবছর।      

 

Advertisement
Advertisement
Developed by