Breaking
13 Jul 2025, Sun

২০ নভেম্বর মুক্তি পাচ্ছে বাংলা সিনেমা ‘দূর্গা কথা’, নায়কের চরিত্রে কৃষ্ণনগরের যুবক

Advertisement

স্টিং নিউজ সার্ভিস, নদিয়াঃ সতীদাহ প্রথার ভয়ংকর পরিনতির কথা আমাদের সকলের কমবেশি জানা। এবার বড় পর্দায় আসতে চলেছে সতীদাহ প্রথা নিয়ে তৈরী সিনেমা ‘দূর্গা কথা’।

বিপ্রদাস ঘোষ প্রযোজিত “দুর্গা কথা” মুক্তি পাচ্ছে 20 নভেম্বর 2020 শুক্রবার। পূর্ণদৈর্ঘ্যের এই কাহিনীচিত্র সতীদাহ প্রথার বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠবে এই প্রতিবাদী বাংলা সিনেমা।

কোন অলৌকিক ঘটনা নয়, বাস্তব ঘটনারই প্রতিফলন ঘটবে সিনেমার পর্দায়। মুখ্য চরিত্র দুর্গার কষ্ট ও মানসিক যন্ত্রণাকে তুলে ধরেছেন ছবির পরিচালক। ছবির মূখ্য চরিত্রে অভিনয় করেছেন নদিয়ার কৃষ্ণনগরের শক্তিনগরের ছেলে বীর (বিপ্রদাস ঘোষ) এবং অভিনেত্রী মিঠি। অন্যান্য চরিত্রে অভিনয় করছেন আশিস মালো, রাজু ঠক্কর, সি কৌশিক, বিশু, দেব (শিশু শিল্পী) প্রমুখ।

সিনেমাটির সিনেম্যাটোগ্রাফার করেছেন রণবীর সাহা, সম্পাদক রক্তিম সাহা, সঙ্গীত পরিচালনা করেছেন নীলাদ্রিশেখর।

সামনেই কৃষ্ণনগরে ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পূজো, তার আগে ঘরের ছেলের সিনেমা মুক্তিতে খুশি শহরবাসী।

বিপ্রদাস ঘোষ স্টিং নিউজকে জানান, তিনি প্রায় ৭ বছর ধরে অভিনয় করছেন। ইতিমধ্যে তিনি ‘আপদ’ ও ‘ওস্তাদের মার শেষ রাতে’ বাংলা ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। পাশাপাশি একটি হিন্দি ছবিতেও তিনি অভিনয় করেছেন। ছবিটির নাম হল সিঙ্গুর, এ রেসকিউ অপারেশন।

Advertisement
Advertisement
Advertisement
Developed by