Breaking
9 May 2025, Fri

হরিয়ানা, জম্মু ও কাশ্মীরে সরকার গড়বে ‘ইন্ডিয়া’: খড়্গে

Advertisement

স্টিং নিউজ সার্ভিস: হরিয়ানা এবং জম্মু ও কাশ্মীরের জনাদেশ যাবে বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’র পক্ষে। সোমবার এই দাবি করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে। তিনি বলেন, ‘‘হরিয়ানায় কংগ্রেস নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়বে। জম্মু ও কাশ্মীরেও ন্যাশনাল কনফারেন্স এবং অন্য সহযোগীদের নিয়ে আমরাই সরকার গড়ব। এ বিষয়ে আমি আত্মবিশ্বাসী।’’


লোকসভা ভোটের পর প্রথম নির্বাচনে দুই বিধানসভাতেই বিজেপির হারের পূর্বাভাস রয়েছে অধিকাংশ বুথফেরত সমীক্ষায়। প্রায় সবক’টি বুথফেরত সমীক্ষার ইঙ্গিত, ৯০ সদস্যের হরিয়ানা বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জাদু সংখ্যা ৪৬ ছুঁয়ে ফেলবে কংগ্রেস। কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের প্রেক্ষাপট কিছুটা ভিন্ন। সেখানে ৯০ আসনে সরাসরি ভোট হয়েছে। অন্য দিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এবং উপরাজ্যপালের (লেফটেন্যান্ট গভর্নর) হাতে রয়েছে পাঁচ জন অনির্বাচিত বিধায়ক মনোনীত করার ক্ষমতা।

Advertisement
Advertisement
Advertisement
Developed by