Breaking
17 Nov 2025, Mon

তিতলি সাহিত্য সম্মানে সম্মানিত বিশিষ্ট শিশু সাহিত্যিক ড. পার্থজিৎ গঙ্গোপাধ্যায়

Advertisement

স্টিং নিউজ, নদিয়া: ধুবুলিয়ার মেঘছায়া ভবনে তিতলি

পত্রিকার দপ্তরে এক স্নিগ্ধ অনুষ্ঠানের মাধ্যমে বিশিষ্ট শিশু সাহিত্যিক ও গবেষক ড. পার্থজিৎ গঙ্গোপাধ্যায়-কে প্রদান করা হল তিতলি সাহিত্য সম্মান। পত্রিকার সম্পাদক শ্যামাপ্রসাদ ঘোষ উত্তরীয় পরিয়ে তাঁকে সম্মান জ্ঞাপন করেন। এরপর পত্রিকার প্রকাশক বন্দনা ঘোষ তাঁর হাতে আনুষ্ঠানিকভাবে সম্মাননা তুলে দেন। সম্মানের অংশ হিসেবে দেওয়া হয় একটি মানপত্র এবং একটি মিষ্টির প্যাকেট।

জানা গিয়েছে, ড. গঙ্গোপাধ্যায় পশ্চিমবঙ্গ সরকারের শিশু-কিশোর অ্যাকাডেমির এক্সিকিউটিভ বডির সদস্য। বর্তমান বাংলার অন্যতম স্বনামধন্য, খ্যাতিমান ও সুপরিচিত শিশু সাহিত্যিক এবং গবেষক হিসেবে তাঁর পরিচিতি বহুদিনের। অবনীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্ম নিয়ে গবেষণা করে তিনি পিএইচডি অর্জন করেছেন। বাংলা ছড়ার বিবর্তন নিয়ে তাঁর ডিলিট-এর কাজ সমাদৃত হয়েছে সাহিত্য মহলে। তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা দুশোরও বেশি, যা বাংলা শিশু সাহিত্যের ভান্ডারকে করেছে সমৃদ্ধ।

পাশাপাশি এদিন অনুষ্ঠিত হয় তিতলি সাহিত্য পত্রিকার ৩৩তম বর্ষের ৪৬তম সংখ্যার উদ্বোধন। ড. পার্থজিৎ গঙ্গোপাধ্যায়সহ উপস্থিত বিশিষ্টজনেরা নতুন সংখ্যার উদ্বোধন করেন।

এদিন তপন ভট্টাচার্য স্মৃতি পুরস্কার প্রদান করা হয় বিশিষ্ট গীতিকার গোবিন্দ প্রামানিক-কে। তাঁর হাতে পুরস্কার তুলে দেন ড. পার্থজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁকেও উত্তরীয়, মানপত্র ও মিষ্টির প্যাকেট দিয়ে সম্মান জানানো হয়।

গান, কবিতা, গীতি-আলেখ্য ও বক্তৃতায় সজ্জিত এদিনের মনোজ্ঞ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট সাহিত্যিক নীলাদ্রী শেখর সরকার। সমগ্র অনুষ্ঠান জুড়ে ছিল সাহিত্য, সংস্কৃতি এবং সৃজনশীলতার অনবদ্য আবহ।

Advertisement
Advertisement
Advertisement
Developed by