Breaking
25 Mar 2025, Tue

জলঙ্গী নদী বাঁচাতে কায়াক অভিযান শুরু, পরিবেশ রক্ষার বার্তা

Advertisement

সমিরণ বিশ্বাস, স্টিং নিউজ করেসপনডেন্ট, তেহট্ট: নদী রক্ষা এবং জল সংরক্ষণের প্রয়োজনীয়তা নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ শুরু হলো এক অভিনব কায়াক অভিযান। জলঙ্গী নদীকে পুনরুজ্জীবিত করার বার্তা নিয়ে নদীয়া জেলার পলাশীপাড়া ঘাট থেকে কৃষ্ণনগর বিসর্জন ঘাট পর্যন্ত বিশেষ কায়াক অভিযানে অংশগ্রহণ করেছেন পরিবেশকর্মীরা। চার দিনের এই যাত্রা আজ শুরু হয়েছে, এবং অভিযান শেষ হবে আগামী ২৫ অক্টোবর কৃষ্ণনগরে।

“সেভ জলঙ্গী”, “ইন্ডিয়ান মাউন্টেনিয়ারিং ফাউন্ডেশন” এবং “হিমালয়ান ফুটপ্রিন্ট” এই তিনটি সংস্থা যৌথভাবে এই উদ্যোগ গ্রহণ করেছে। “প্যাডেলস ফর এ কজ: রিভাইভিং জলঙ্গি, রিভাইভিং লাইফ” নামের এই কর্মসূচি নদী সংরক্ষণ এবং জলসম্পদ রক্ষার জন্য জনসাধারণের মধ্যে সচেতনতা তৈরি করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে।

“সেভ জলঙ্গী”র সভাপতি ডক্টর যতন রায় চৌধুরী জানিয়েছেন, চার দিনের এই যাত্রাপথে চাঁদেরঘাট, বড় আন্দুলিয়া, চাপড়া এবং কৃষ্ণনগরের চারটি স্থানে প্রতিদিন সন্ধ্যায় পথসভা অনুষ্ঠিত হবে। পথসভাগুলিতে জলঙ্গী নদীর পরিবেশগত গুরুত্ব এবং এর পুনরুজ্জীবনের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হবে।

স্থানীয় মানুষজনের মধ্যে এই উদ্যোগ নিয়ে বেশ উৎসাহ দেখা দিয়েছে। পথসভাগুলির মাধ্যমে এলাকাবাসীকে জল সংরক্ষণ এবং নদী রক্ষার বিষয়ে সচেতন করা হবে, যা আগামী দিনের জন্য এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

Advertisement
Advertisement
Developed by