
স্টিং নিউজ সার্ভিস:
বিশ্বস্ত সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে পলাশীপাড়া থানার এসআই বসুদেব সাধুখাঁনের নেতৃত্বে এবং ওসি শ্রী সুমিত কুমার ঘোষ, তেহট্টের এসডিপিও শ্রী শুভতোষ সরকার ও নাকাশিপাড়া সার্কেলের আইসি মোঃ মাহিউল ইসলামের উপস্থিতিতে সকাল ১১:৩৭ থেকে ১২:৪২-এর মধ্যে এই অভিযান চালানো হয়। গোটা অভিযানটি ভিডিওগ্রাফি সহ সম্পন্ন হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম আশাদুল শেখ ওরফে বাদ্দিন (৩০), পিতা- আব্দুল শেখ, বাড়ি বড়ো নলডহা উত্তর পাড়া, থানাঃ পলাশীপাড়া, জেলাঃ নদিয়া। পুলিশ সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি কাবলিখালি ব্রিজের কাছে একটি নাইলনের ব্যাগ কারোর হাতে তুলে দেওয়ার উদ্দেশ্যে অপেক্ষা করছিল। সন্দেহজনক মনে হওয়ায় তাকে আটক করে তল্লাশি চালানো হয়। তখন তার কাছ থেকে একটি স্বচ্ছ প্লাস্টিকের প্যাকেট উদ্ধার হয়, যাতে বাদামি রঙের গুটির মতো পদার্থ ছিল, যা হেরোইন বলে সন্দেহ করা হচ্ছে। উদ্ধার হওয়া হেরোইনের ওজন প্রায় ২ কেজি ৯৬৯ গ্রাম।
দুপুর ১২:৫৫ মিনিটে তাকে গ্রেপ্তার করা হয় এবং তার বিরুদ্ধে এনডিপিএস আইনের ২১(সি) ধারায় মামলা রুজু করা হয়েছে (পলাশীপাড়া থানার মামলা নং ২১৬/২০২৫, তারিখ ০৯.০৫.২০২৫)।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মাদকের বাজারমূল্য আনুমানিক ৩ কোটি টাকা। এটি নদিয়া জেলার সাম্প্রতিক কালের অন্যতম বড় মাদক উদ্ধারের ঘটনা। তদন্ত চলছে এবং মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।