Breaking
24 Oct 2025, Fri

নদিয়ার হোগলবেড়িয়া থানার অভিযানে ৮০০ বোতল ফেনসিডিল উদ্ধার, ধরা পড়ল এক পাচারকারী

Advertisement

স্টিং নিউজ সার্ভিস: নদিয়া জেলার হোগলবেড়িয়া থানার পুলিশ শনিবার রাতে এক বড় ফেনসিডিল পাচারের চেষ্টা রুখে দিয়েছে। হোগলবেড়িয়ার নমোপাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৮০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় এবং একজন পাচারকারীকে গ্রেপ্তার করা হয়।

ধৃত ব্যক্তির নাম ধীরজ মন্ডল। তিনি হোগলবেড়িয়া এলাকার বাসিন্দা।

বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে হোগলবেড়িয়া থানার ওসি দীপঙ্কর মন্ডলের নেতৃত্বে পুলিশ একটি দল গঠন করে। শনিবার রাত প্রায় ১০টা ৪৫ মিনিটে নমোপাড়ায় অভিযান চালানো হয়।

ওসি দীপঙ্কর মন্ডল স্টিং নিউজ-কে জানান, “এই অভিযানটা খুবই ঝুঁকিপূর্ণ ছিল। পাচারকারীরা ফেনসিডিল বোতলগুলো বাংলাদেশে পাচার করার চেষ্টা করছিল। হোগলবেড়িয়া থানা আন্তর্জাতিক সীমান্তের খুব কাছেই। ঘটনাস্থলে ৬-৭ জন পাচারকারী ছিল, যারা মাথায় বস্তা করে বোতল নিয়ে যাচ্ছিল। আমরা একজনকে ধরতে পারি, বাকিরা পালিয়ে যায়।”

গ্রেপ্তার ধীরজ মন্ডলকে রবিবার তেহট্ট আদালতে পেশ করা হয়েছে। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে এবং পলাতক পাচারকারীদের খোঁজ করছে।

Advertisement
Advertisement
Advertisement
Developed by