Breaking
22 Jan 2025, Wed

স্মরণে মননে কবি জয়নাল আবেদিন

Advertisement

স্টিং নিউজ সার্ভিস: গত রবিবার ২৯শে জানুয়ারি বড়ো আন্দুলিয়ার লোকসেবা শিবিরে কবি দীনমহাম্মদ সেখ সম্পাদিত কাব্যকণ্ঠ সাহিত্য পত্রিকার উদ্যোগে আয়োজিত হলো স্মরণে মননে কবি জয়নাল আবেদিন ও পুরষ্কার প্রদান অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি রামপ্রসাদ মুখোপাধ্যায়, ড. দেবনারায়ন মোদক, সিরাজুল ইসলাম, রামকৃষ্ণ দে, রতন কুমার নাথ, সফিকুল ইসলাম সহ আরও অনেকে।

আগত সকল কবি ও সাহিত্যিক কবির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন রামকৃষ্ণ দে। স্বাগত ভাষণ দেন হজরত আলী। ” কবি জয়নাল আবেদিন স্মৃতি পুরস্কার প্রদান করা হয় বিশিষ্ট কথাসাহিত্যিক আনসারউদ্দিনকে।

কবিতা পাঠ ও কবিকে নিয়ে স্মৃতিচারণা রতন কুমার নাথ, বাবলু মন্ডল, দিলীপ দত্ত, ফজলুর রহমান মন্ডল, সফিকুল ইসলাম, জাহানারা বেগম, কৃষ্ণা ঘোষ সহ আরও অনেকে। সংগীত পরিবেশন করেন দয়াল শেখ, সুরাবদ্দিন মন্ডল, রামকৃষ্ণ সরকার।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাধন পাত্র।অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল আনন্দম্, কথাকৃতি, চরভূমি, রোপণ সহ বিভিন্ন পত্রিকা।

Advertisement
Advertisement
Developed by