Breaking
13 Feb 2025, Thu

রাস্তায় আলু ফেলে বিক্ষোভ কৃষকদের

Advertisement

স্টিং নিউজ সার্ভিস: মালদা জেলার আলমপুর এলাকায় সারা ভারত কৃষক সভার মালদা জেলা কমিটির উদ্যোগে ১২ নং জাতীয় সড়কে আলু ফেলে বিক্ষোভ দেখালো কৃষকরা। রাজ্য সরকারকে সরকারিভাবে ১০০০ টাকা কুইন্টাল প্রতি দরে আলু কেনার দাবি সহ কৃষকদের হিমঘরে আলু রাখার ব্যবস্থা করে দেওয়ার দাবি নিয়েই এই বিক্ষোভ বলে জানা গিয়েছে।

জাতীয় সড়কের ওপরে আলু ফেলে বিক্ষোভ আলু চাষি সহ সংগঠনের কর্মীদের। এদিন জাতীয় সড়ক অবরোধে তীব্র যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে পৌঁছায় গাজোল থানার বিশাল পুলিশ বাহিনী।

Advertisement
Advertisement
Developed by